আল্লাহ কি নিরাকার

আল্লাহ কি নিরাকার ?

কারজুজারি পেজ থেকে দেখেন
তবলীগ ভাইরা ঘন ঘন স্বপ্নে আল্লাহ কে দেখেন যদি আল্লাহ নিরাকার হই তাহলে তারা কিভাবে দেখে ?
যাই হোক সালাফিদের আকিদা আল্লাহ আকার আছে আল্লাহর মত এবং কোন কিছু তার সাদৃশ্য নই।
মজার বিষয় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন সবার সুন্দর আকার দিয়েছেন আর তার নিজের আকার নেই ?
আপনার আবার আল্লাহর আকার আছে এইটাকে কল্পনা করে কফুরিতে লিপ্ত হয়েন না

কথিত আহলে সুন্নত ওয়াল জামাত আকিদা ২ রকমের
কিছু লোক বলে আল্লাহ নিরাকার
আর কিছু লোক বলে আল্লাহর হাত আছে কিন্তু কুদরতি হাত নায়ুযুবিল্লাহ।


আল্লাহ নিরাকার আর ( ঈশ্বর নিরাকার এইটা হিন্দুদের আকিদা )
আল্লাহর হাত আছে কিন্তু কুদরতি হাত এই আকিদার মানুষরা এই জন্য মাজে মাজে স্বপ্নে আল্লাহকে দেখে থাকে
তাহলে বোঝা গেল কুদরতি শব্দ বাবহারে কুদরতি ব্যাপারটা মানুষ স্বপ্নে কল্পনা করে ফেলেছে আর বহু কারন আছে যেসব কারনে এই গুলো সব কফুরি।
এই কুদরতি আকিদার জন্য তারা আল্লাহকে কুদরতি তরিকায় দেখে থাকে স্বপ্নে।

কথিত আহলে সুন্নত ওয়াল জামাত আকিদা  আল্লাহর কোন আকার নেই বা নিরাকার (এইটা হিন্দু ধর্মের আকিদা)
সহজ সরহে আকাইদ - মুজিবুল্লাহ কাসেমি ১৬০ পেজ



আল্লাহর নিরাকার প্রমাণের ধারনাটি মূলত: হিন্দু ধর্ম থেকে এসেছে। হিন্দুরা ঈশ্বর নিরাকার এইজন্য প্রতিমা বানিয়ে ঈশ্বরকে আকৃতি দেওয়ার চেষ্টা করে এবং মানুষের আকৃতিতে বিশ্বাস করে। মানুষের প্রায় সব গুণাগুণ ঈশ্বর এর জন্য সাব্যস্ত করে থাকে।এই আকিদার ক্ষেত্রে হিন্দুদের জঘন্য আকিদা কাররামিয়া ও শিয়া ও হিন্দুদের মাধ্যমে ইসলামী আকিদায় প্রবেশ করে। বিশেষ করে ভারত বর্ষে কারন এইখানের অধিকাংশ মানুষের ব্যাক হিন্দু । পরবর্তীতে কাররামিয়াদের অনুসারী তথাকথিত আহলে সুন্নত ওয়াল জামাত এসব বাতিল আকিদা লালন করে এবং সমাজে এই আকিদা প্রচার করতে থাকে।নিচে কিছু আকিদা বর্ণনা কর হল।

আল্লাহর আকার সম্পর্কে ইহুদী আকিদা:
ওল্ড টেস্টামেন্টের বুক অব জেনেসিসে রয়েছে, 
And God said, Let us make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth.
“প্রভূ বললেন, আমি আমার আকৃতিতে, আমার সাদৃশ্যে মানুষ সৃষ্টি করবো, যারা মাছ, সমুদ্র…..জয় করবে”
ইহুদিরা এইভাবে মানুষের সাথে আল্লাহর আকার আকৃতি হুবহু মিল আছে বলে থাকে তারা সর্ব অবস্থায় বাতিল
 
ঈশ্বর আকার সম্পর্কে হিন্দু আকিদা:
ঈশ্বর নিরাকার এই আকিদা হিন্দুরা পোষণ করে।সকলেই জানে

আল্লাহর আকার সম্পর্কে কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা:
উপরে তাদের বই এর স্ক্রীন শট দেখুন ।আল্লাহ নিরাকার এইটা হিন্দুদের আকিদা। 

আল্লাহর আকার সম্পর্কে সালাফি আকিদা:
আল্লাহর আকার আছে আল্লাহর মত কোন কিছু তার সাদৃশ্য নই।
সালাফিদের আকিদা আল্লাহর হাত আছে আল্লাহর হাত যেমন হওয়া উচিত । ইমাম আবুহানিফা রহঃ এর আকিদাই হল সালাফিদের আকিদা। কল্পনা করে কফুরিতে লিপ্ত হবেন না।


ইমাম আবু হানিফার রহঃ প্রচলিত বই ফিকহুল আকবর কে কিভাবে বিকৃত করেছে নিচে দেখুন
ফিকহুল আকবর আমাদের দেশের প্রচলিত বই ইমাম আবু হানিফা রহঃ এর পুরো আকিদার কিতাব না
>> ইমাম আবু হানিফা রহঃ কখনিই বলেননি আল্লাহ নিরাকার।ইমাম আবু হানিফা রহঃ এর পরবর্তী মোহাদ্দেস ও আলেম গন ইমাম আবু হানিফা রহঃ এর কথা গুলোকে এইভাবে ব্যাখ্যা করেছেন যে কোরআনের আল্লাহর হাত চেহেরা এর কথা বলা আছে এইটাকে ইমাম আবু হানিফা রহঃ বুজাতে চেয়েছেন কোন কিছু তার সাদৃশ্য নই ও আল্লাহর আকার আছে আল্লাহর মত কিন্তু এইটা বই এর লেখক কি ব্যাখ্যা করছে দেখুন ।

 

নিচের ছবিতে ইমাম আবু হানিফা রহঃ বলেননি কিন্তু লেখক ব্যাখ্যা করে বলে দিচ্ছে 
যদিও তারা জান্নাতে স্বচক্ষে দৃষ্টান্ত ও আকৃতিবিহিন প্রত্যক্ষ করবে । >> কোন কিছুর সাদৃশ্য বিহীন ?

 

কোন ইমাম যদি বিশ্বাস করে আল্লাহ নিরাকার ও সর্বএ বিরাজমান তার পিছনে কি নামাজ হবে ?