আমিন জোরে বলা

আমিন জোরে বলা।
আমরা সকলেই জানি ২০০ এর বেশি হাদিস বুখারি,মুসলিম,সুনান দ্বারা কুতনি,আবু দাউদ ,ইবনে খুযাইমা ,ইবনে মাজা ,নাসাই ইত্যাদি হাদিস এর বই উল্লেখ আছে আমিন জোরে বলা সম্পর্কে।
উনারা মাত্র ১ জনের দলিল দেই উনি বলেছে আমিন আসতে বলতে হবে
আমরা জানি উনাদের আমিন জোরে বলাতে সমস্যা হল উনাদের মাযহাব।

আমিন জোরে বললে কারা রাগ করে ?
হযরত মোহাম্মদ সাঃ বলেছেন
আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম বলবে অলাদ দআ লিন তখন তোমরা জোরে আমিন বলবে দেখবে ইহুদী ও খ্রিস্টান তোমার উপর রাগ করবে ,যারা পথভ্রষ্ট । যার কথা (আমিন) ফেরেশতাগনের আমিন এর সঙ্গে মিলে যাবে তার সব অতীত পাপের ক্ষমা করা হবে ।বুখারি ১খণ্ড ৭৪৯

একজন হুযুর বলেই বসল আমরা একটু দেরি করে নামাজ পড়ি মানে আওয়াল ওয়াক্তে নামাজ পড়ি না এইজন্য জোরে আমিন বলি না কেননা ওই সময় নামাযে জোরে আমিন বলে  কি লাভ ? কারন ওইসময় আমাদের আমিন এর সাথে ফেরেস্তাদের আমিন মিলবে না।