মতিউর রহমান মাদানি

মতিউর রহমান মাদানি ভাইয়ের নামে মিথ্যাচার
>>>একটা ভিডিওতে দেখলাম মতিউর রহমান ভাই বলছে ইব্রাহিম আঃ জাতির পিতা নই
একটি গবেষণা সুরা হজ্জ ২২-৭৮

 

>>> এটা তোমাদের পিতা ইব্রাহিমের আঃ মিল্লাত।এখানে আল্লাহ জাতির পিতা বলেননি।
>>>সুরা হাজ্জের ৭৮ নঃ আয়াতে ‘মিল্লাতা আবিকুম ইবরাহীম’ অর্থাৎ ‘এটা তোমাদের পিতা ইবরাহিমের মিল্লাত’ এখানে ইবরাহীম (আঃ)-কে কাদের পিতা হিসাবে উল্লেখ করা হয়েছে?

>>>এখানে 'কুরাইশদের' কথা উল্লেখ করা হয়েছে ।নিচে তাফসীর জালালাইন ৩য় খণ্ড ৪১০ পেজ।



>>> কেউ কেউ বলে আয়াতে সব মুসলমানকে সম্বোধন করা হয়েছে।

>>>এই আয়াতের তাফসীরে ইবন আব্বাস (রাঃ) উল্লেখ করেছেন 'يَا مَعْشَرَ قُرَيْشٍ لَقَدْ خَالَفْتُمْ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ' , 'হে কোরাইস জনগোষ্ঠী তোমাদের পিতা ইবরাহীম এবং ইসমাঈলের মিল্লাতের উপর' সনদসহ হাদীসটি এসেছে আবী আলহাসান আলী বিন আহমাদ বিন মুহাম্মাদ বিন আলী আলওয়াহাদীর আসবাব আলনাজুলু আল কুরআন (أسباب نزول القرآن) এর সুরা আল ইমরানের মধ্যে এইভাবে وَرَوَى جُوَيْبِرٌ عَنِ الضَّحَّاكِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: وَقَفَ النَّبِيُّ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَى قُرَيْشٍ وَهُمْ فِي الْمَسْجِدِ الْحَرَامِ، وَقَدْ نَصَبُوا أَصْنَامَهُمْ وَعَلَّقُوا عَلَيْهَا بَيْضَ النَّعَامِ، وَجَعَلُوا فِي آذَانِهَا الشُّنُوفَ وَالْقِرَطَةَ، وَهُمْ يَسْجُدُونَ لَهَا، فَقَالَ: "يَا مَعْشَرَ قُرَيْشٍ لَقَدْ خَالَفْتُمْ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ، وَلَقَدْ كَانَا عَلَى الْإِسْلَامِ"، فَقَالَتْ قُرَيْشٌ: يَا مُحَمَّدُ إِنَّمَا نَعْبُدُ هَذِهِ حُبًّا لِلَّهِ لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ} وَتَعْبُدُونَ الْأَصْنَامَ لِتُقَرِّبَكُمْ إِلَيْهِ {فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ} "فَأَنَا رَسُولُهُ
إِلَيْكُمْ وَحُجَّتُهُ عَلَيْكُمْ، وَأَنَا أَوْلَى بِالتَّعْظِيمِ مِنْ أَصْنَامِكُمْ

>>>এছাড়াও দেখুন তাফসীর আলবাগী , সুরা ইমরান , আয়াত ৩১ এবং ৩২ এর তাফসীর ।
নিঃসন্দেহে আল্লাহ আদম (আঃ) নূহ (আঃ)͠ও ইব্রাহীম (আঃ) এর বংশধর এবং এমরানের খান্দানকে নির্বাচিত করেছেন। (আল ইমরান ৩-৩৩)

>>>এরাই তারা-নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তা’আলা নেয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহন করিয়েছিলাম, তাদের বংশধর, এবং ইব্রাহীম ও ইসরাঈলের বংশধর এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি, তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হত, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। সুরা মরিয়ম ১৯-৫৮

>>> ইব্রাহিম আঃ কেবল মুসলিম জাতির পিতা নন বরং তিনি ছিলেন মুসলিম ,খ্রিস্টান ও ইহুদি সকল ধর্মীয় সম্প্রদয়ের পিতা।
তিনি যেমন পুত্র ইসমাইলের আঃ পিতা হিসাবে আরব জাতির পিতা তেমনি অপর পুত্র ইসহাক আঃ পিতা হিসাবে বনু ইস্রাইলের পিতা ছিলেন । - উছায় লিকাউল বাবিল মাফতুহ ১৬/১৮৯

নিচের ছবিতে ক্লিক করে দেখুন


>>> সমগ্র  মানব জাতির পিতা আদম আঃ 

মেশকাত শরীফ – সালাউদ্দিন বই ঘর – ৫৩৩৫ নং হাদিস – আনাস ( রাঃ) থেকে বর্ণিত নবী (সাঃ) বলেছেন কেয়ামতের দিন ইমানদারদেরকে আটকে রাখা হবে ।এতে তারা চিন্তিত ও অস্হির হয়ে পড়বে এবং বলবে যদি আমরা আমাদের রবের কাছে কারও  দ্বারা সুপারিস করাই তা হলে হইতো বর্তমান সন্কট থেকে মুক্তি পেতে পারি ।তখন তারা আদম আঃ কে গিয়ে বলবে আপনি সমগ্র মানব জাতির পিতা ,আল্লাহ নিজ হাতে আপনাকে তৈরী করেছেন ,জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছে ,ফেরেস্তা দের দিয়ে আপনাকে সিজদাহ করিয়েছেন ।আপনি আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন যাতে তিনি আমাদের এ কষ্ট থেকে মুক্ত দান করেন।তখন আদম আঃ বলবে আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই।নবী (সাঃ) বলেন তখন আদম আঃ গাছ থেকে খাওয়ার গুনাহের কথা স্বরন করবেন ,যা তাকে নিষেধ করেছিলেন।এবং বলবে তোমরা নুহ আঃ এর কাছে যাও ,তারা তখন নুহ আঃ এর কাছে যাবে এবং একই কথা বলবে ,তখন নুহ আঃ বলবে আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই ,নুহ আঃ তখন স্মরণ করবে তার নিজের ছেলেকে পানিতে না ডুবাবার  জন্য তিনি রবের কাছে যে প্রার্থনা করেছিলেন।তখন নুহ আঃ বলবেন তোমরা ইব্রাহিম আঃ এর কাছে যাও ।তখন তারা ইব্রাহিম আঃ এর কাছে যাবে একই কথা বলবে উত্তরে ইব্রাহিম আঃ বলবে আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই । তিনি তিনটি উক্তির কথা স্মরণ করবে । তিনি বলবে তোমরা মুসা আঃ এর কাছে যাও ,তখন তারা মুসা আঃ এর কাছে যাবে এবং একই কথা বলবে উত্তরে মুসা আঃ বলবে আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই ,নবী সাঃ বলেন তখন মুসা আঃ প্রান নাশের গুনাহের কথা মনে করবে।মুসা আঃ বলবে তোমরা ইসা আঃ এর কাছে যাও।তখন তারা ইসা আঃ এর কাছে যাবে এবং একই কথা বলবে উত্তরে ইসা আঃ বলবে আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই তোমরা বরং মোহাম্মদ সাঃ এর কাছে যাও ।নবী সাঃ বলেন তারা তখন আমার কাছে আসবে।তখন আমি আমার রবের কাছে তার দরবারে হাজির হওয়ার অনুমতি পার্থনা করব ,আমাকে তার কাছে যাবার অনুমতি দেওয়া হবে ।আমি যখনই তাকে দেখব তখনই তার উদ্দেশে সেজদায় পড়ে যাবো ।আল্লাহ আমাকে যতক্ষন চাইবেন এ অবস্তায় রাখবেন । তারপর বলবেন হে মোহাম্মদ সাঃ মাথা উঠান ।আর বুলুন আপনার কথা শুনা হবে,আপনি সুপারিশ করুন ,তা কবুল করা হবে ।প্রার্থনা করুন যা চাইবেন দেয়া হবে ।নবী সাঃ বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন ভাবে প্রশংসা করবো যা তিনি আমাকে শিখেয়ে দিবেন ।অতঃপর আমি শাফায়েত করবো কিন্তু এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে।তখন আমি আল্লাহর দরবার থেকে উঠে আসব এবং নির্দিস্ট লোক গুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাব।এভাবে নবী সাঃ তিন বার শাফায়েত করবেন ।

নিচের ভিডিও দেখিয়ে মানুষকে কিছু লোক গোমরাহ করছে আর তারা নিজেরাও একরকম গোমরাহ হয়েই আছে।


 

No comments:

Post a Comment