মাযহাব পরিবর্তন

মাযহাব পরিবর্তন
অধিকাংশ আহলে হাদিসরা যারা এখনও হানাফি মাযহাব মানে আবার অনেকেই মাযহাব মানে না।মাযহাব মানাতে সমস্যা নেই ।আর একজন গ্রামের লোক ইসলাম সম্পর্কে কিছুই জানে না তার কাছে মাযহাব মানা ছারা ও তাকলিদ করা ছারা  উপায় থাকে না কিন্তু প্রশ্ন থেকেই যাবে সে যাকে তাকলিদ করছে সে তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে।

যারা বলছে মাযহাব মানি না
তারা বলছে আমরা ইমাম আবু হানিফা রহঃ এর নামে বানোয়াট মাযহাব মানি না যেগুলো আলেমরা বিকৃত করেছে।

জাকির নায়েক বলছে আমি ১০০% শাফেয়ী , ১০০% হানাফি , ১০০% মালেকি ,১০০% হাম্বলি তার লেকচার আপনারা নিশ্চয় শুনেছেন।এই কথার ভিত্তিতে একটা প্রশ্ন করেছে।
>> কথিত আহলে সুন্নত ওয়াল জামাত এর একজন আলেম এর একটা ভিডিও দেখলাম তিনি বলছেন একই সাথে যদি একাধিক মাযহাব মানতে হই তাহলে এইটা ইত্তেবায়ে হাওয়া ।আর আপনার ইচ্ছামত একটা এই মাযহাব হতে নিবেন একটা ওই মাযহাব থেকে নিবেন তা হবে না ।৪টার মধ্য কোনটা হক তা জানতে হলে মুজতাহিদদের ওস্তাদ হতে হবে ।
কিন্তু ৪ ইমাম বলছে তোমরা সাহাবিদের কে অনুসরন অনুকরন করবে।আমার ফতোয়ার বিরুধে কোন সহি হাদিস পেলে সেটি আমার মত বা মাযহাব
এখন দেখা যাই ইমাম আবু হানিফা রহঃ বলেছেন নামাজে আমিন আসতে বলবেন
ইমাম শাফেয়ী বলেছেন নামাজে আমিন জোরে বলবেন
সহি হাদিস বলছে আমিন জোরে বলতে হবে তাহলে আপনি যদি ইমাম আবু হানিফা রহঃ এর কথা মানতে চান যে তিনি বলছেন আমার ফতোয়ার বিরুধে কোন সহি হাদিস পেলে সেটি আমার মত বা মাযহাব
তাহলে আপনি যদি নামাজে আমিন জোরে বলেন তাহলে আপনি কি ভাল সুন্নাহ মানা মুসলিম হলেন ,নাকি শাফেয়ী হয়ে গেলেন নাকি হানাফি থাকলেন ?
১।৪ ইমাম এর ফতোয়া অনুযায়ি আপনি কি হয়ে যাচ্ছেন ?
(আমার ফতোয়ার বিরুধে কোন সহি হাদিস পেলে সেটি আমার মত বা মাযহাব)
৪মাযহাবের অনুসারি হয়ে যাচ্ছেন।
২। এই আলেমর কথা অনুযায়ি ৪ মাযহাব মানতে গেলে মুজতাহিদদের ওস্তাদ হতে হবে এইটা সাধারন মানুষরা পারবে না তাহলে ?
৪ মাযহাব এক সাথে মানার জন্য আমরা কি করব ? সাহাবিদের মত হওয়ার চেষ্টা করব

দেওবান্দ বা কওমিদের বই ।

>> দেখা যাচ্ছে মাযহাব পরিবর্তন যায়েজ আছে।আর ইমাম তহাবি রহঃ যেহেতু মাযহাব পরিবর্তন করেছেন তাহলে উনি মুজতাহিদদের ওস্তাদ ছিল ?
>> কথিত আহলে সুন্নত ওয়াল জামাত এর একজন আলেম এই ফতোয়া কেন দিল ?
মাযহাব কোনটা হক তা জানতে হলে মুজতাহিদদের ওস্তাদ হতে হবে
কারন আহলে হাদিসদের জন্য (এই ফতোয়া কিন্তু আহলে হাদিস থেকে হানাফির পথ এক প্রকার বন্ধ করে দিয়েছে)
>> আর যদি কোন সাধারন শাফেয়ী বা হাম্বলি মাযহাবের লোক হানাফি হতে চাই তাহলে এই আলেম কি ফতোয়া দিবে?
৪টার মধ্য কোনটা হক তা জানতে হলে মুজতাহিদদের ওস্তাদ হওয়া লাগবে না।পূর্বে যারা হানাফি হয়েছে তাদেরও মুজতাহিদদের ওস্তাদ হওয়া লাগেনি

জানেন কি মাযহাব পরিবর্তন করতে গেলে নতুন করে কলেমা পরতে হই ? এর মানে কি ?