আলেম নাকি জালেম

আলেম নাকি জালেম ?
কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমদের গবেষণার প্রকৃত বাস্তবতা:



আলবানী সাহেব পূর্বে একটা হাদীসকে সহীহ বলেছেন, পরে মত পরিবর্তন করে সেটাকে যয়ীফ বলেছেন।
কারন - তিনি পরবর্তীতে দলিল পাওয়ার পরেই এইটা বলেছেন ।এইটা আলবানী রহঃ বলেননি এইটা দলিল বলেছে।
কিন্তু কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমরা কোন হাদিস গুলো জইফ বা জাল বলছে ?
যে হাদিস গুলো অন্য মাযহাবে মেনে থাকে।মাযহাবের গোড়ামি এর জন্য তারা এগুলো করেছে।

কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমরা পূর্বের অবস্থান থেকে ফেরার পাশাপাশি প্রচুর স্ববিরোধীতায় লিপ্ত হযেছেন। একই রাবীকে কোথাও যয়ীফ, কোথাও সহীহ বলা, একই হাদীসকে কোথাও সহীহ এবং কোথাও সহীহ বলাকে তানাকুয বা স্ববিরোধীতা বলে।তারা এমন করেছে শুধুমাত্র তাদের মাযহাবের জন্য।
কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমরা এতো বেশি পরিমাণ স্ববিরোধীতা করেছেন যে, এ জন্য তারা এখন বিভিন্ন বিষয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন। এটি নাসিরুদ্দিন আলবানী এর ক্ষেত্রে ঘটেছে।

একটা হাদীস কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমদের নিকট যয়ীফ, কিন্তু সেটি বাস্তবে সহীহ আবার একটি হাদীসকে তারা সহীহ বলেছেন, বাস্তবে সেটি যয়ীফ, এজাতীয় অনেক হাদীসের উপর আলোচনা করেছেন আলবানী রহঃ। 
কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমদের ভুল-ভ্রান্তি বিশ্লেষণ করে বাজারে নিয়মিত নতুন নতুন বই আসছে। এর অধিকাংশ বইয়ের লেখক তারা নিজেরাই কোন মদিনার ভাল আলেম না সুতরাং এসমস্ত ভুলের ব্যাপারে অবগত না হয়ে যেসমস্ত হানাফি বন্ধুরা অন্ধভাবে, যাচাই-বাছাই ছাড়া কথিত আহলে সুন্নত ওয়াল জামাত কে অনুসরণ করছেন, তাদেরকে অন্ধ অনুসারী ছাড়া আর কি বলা যেতে পারে ?

আমাদের দেশে অনেকেই আলবানী সাহেব কে দোষারোপ করেন কারন তার মতের সাথে অনেক মিল রয়েছে ইমাম শাফেয়ী রহঃ , ইমাম মালেকি রহঃ , ইমাম হাম্বলি রহঃ এর সাথে।তারা আলবানী রহঃ এর বিরোধিতা করে কারন তারা মনে করেন এইটা সালাফিদের ইমাম >> কিন্তু সালাফিদের ইমাম একমাত্র হযরত মোহাম্মদ সাঃ

আহলে হাদিস ভাইরাও একটু সাবধান হন কারন অনেকেই নব আহলে হাদিস কিন্তু আলবানী রহঃ এর নামে নতুন বই বাজারে ছাড়ছে ।যাচাই না করে কিনবেন না ।

1 comment:

  1. কাউকে হানাফী, শাফে'ই, আহলে হাদিস, সালাফী, প্রকৃত আহলে সুন্নত ওয়াল জামাত ইত্যদি নামে পরিচিত হতে হবে কেন? আমি মুসলমান সেটাই আমার পরিচয়। আমার আকীদা-আমল সহী কিনা সেটাই জানার বিষয়। আমরা গুনাহ থেকে সুরক্ষিত কিংবা ভুল ত্রুটির উর্ধে নই। তবে আমর মতে সকল মুসল্মানের একটাই পরিচয় - মুসলিম।

    ReplyDelete