কোরআন ও হাদিস

নাম পরিবর্তন
কোরআন শরিফ এর নাম যে কোরআন শরিফ তা কোরআন থেকে প্রমান করতে পারবে না
আমরা মাজে মাজে চিন্তা করি কি পরিমান ধোঁকা আমাদেরকে দিয়েছে এইসব আলেম কোরআনে আল্লাহ বলছে আমি তোমাদের ফুরকান দিয়েছি ,আমি কোরআনুল মাজিদ নাযিল করেছি ,কোরানুল কারিম নাযিল করেছি
কোরআনুল মাজিদ এর নাম কোরআন শরিফ দেওয়া হয়েছে কেন?
মাজার শরিফ , দরগাহ শরিফ নামে মিল রেখেছে যাতে তারা বাবসা করতে পারে।
তাদের আলেমরা - কোরআনের অনুবাদ করে , কোরআনের তাফসীর করে মানুষ কে গোমরাহ করেছে নিজেরাও হয়েছে

হাদিস চোর
মাযহাবি গোঁড়ামির জন্য প্রচুর হাদিস আমাদের থেকে লুকিয়েছে এই সব আলেমরা ।মাযহাবের জন্য কিছু জইফ হাদিস ও দিয়ে দিয়েছে আমাদের আমলের জন্য আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুন আমিন
মজার বিষয় তারা কোন হাদিস গুলো জাল বা জইফ বলে উল্লেখ করেছে ?
যে হাদিস গুলোর উপর অন্য মাযহাবের মানুষ গুলো আমল করে সেই হাদিস গুলোকে তারা জাল বা জইফ বলে উল্লেখ করেছে।

বড় পীর আব্দুল কাদের জিলানি রহঃ এর বই নিচে খেয়াল করুন।

 


হাদিস সহি নই বলছে কিন্তু হাওয়ালা খেয়াল করুন ।তারা নিজেদের স্বার্থ এর জন্য হাদিস কে বলছে জাল।