ইমামদের ভুল ?

সালাফিরা অনেক সময় আলেমদের ফতোয়ার বিরোধিতা করে বলে এমন বাপারনা তারা তাদের অসম্মান করেন বা ঘৃণা করেন।

ইমামদের ভুল?
সালাফিরা ৪ ইমামের যে সব ফতোয়া কোরআন আর হাদিস বিরোধী সেসব ফতোয়া তারা মানে না।
তারা বলে থাকে এইসব ইমাম যারা শ্রেষ্ঠ তাদের ইচ্ছাকৃত ভুল না কিংবা এইটা ভুলই না ।এইটা একরকম ইত্তেলাফ তারাও বলেছে সহি হাদিস পেলে সেইটাই আমার মত মাযহাব।সালাফিরা যত ৪ইমামের ইত্তেলাফকে এড়িয়ে চলার চেষ্টা করে কিছু মাযহাবি গোঁড়ামি মোকাল্লিদ ভাই ও কথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা এসে বিভন্ন যুক্তি দিচ্ছে আর সালাফিদের বিরক্ত করছে আর অপপ্রচার করছে।
সালাফিরা মানে বুখারি শরিফ ও মুসলিম শরিফ সবচেয়ে বিশুদ্ধ এবং আলবানী রহঃ গোটা কয়েক হাদিস জইফ বলেছেন (আমাদের দেশে প্রচলিত বুখারি ও মুসলিম শরিফ না )
দেওবান্দ বা কউমি এর অবস্থা >> নাসরুল বারী বাংলা ১ম খণ্ড

সালাফিরা বেশীরভাগ লোকেরা জ্ঞানতঃ ইমামদের সমালোচনা করে না। কেননা, ইমামগন তাদের দায়িত্ব শেষ করেছেন এমন ঘোষণা বা শর্ত রেখে, যার কারণে তার দায়িত্ব সেখানেই শেষ। কেননা, তারা তাদের অন্ধভাবে অনুসরণ করতে নিষেধ করেছেন। যা খুবই যৌ্ক্তিক। এরফলে ইমাম আবু হানিফা রহ. এর শায়েখাইন তারই তিনশত এর অধিক মতকে পরিবর্তন বা সংশোধন করেছেন। সমস্যা হলো,পরবর্তী স্তরের উলামারা নিজেদের মতকেও তার মত বলে চালিয়ে দেয়ায় সহীহ হাদীসের সাথে তার দূরত্ব তৈরী হওয়ায় বিভ্রান্তির জন্ম নিয়েছে। এ জায়গাটুকু অনেকেই জানে না। তাই সহীহ হাদীস মানলে, এ সকল সম্মানিত ইমামদেরও সম্মান করা হবে।