নামাজে হাত বাধা

নামাজে হাত বাধা



৭৫৬ ও ৭৫৭ নং হাদিস খেয়াল করুন ২জনই বলছে >> একজন বলছে আলি রাঃ কে দেখেছি নাভির নিচে হাত বাধতে আরেকজন বলছে আলি রাঃ কে দেখেছি নাভির উপরে হাত বাধতে।

 

হানাফিরা কি বলছে ? হাম্বল রহঃ যে কুফিকে দুর্বল রাবি করেছেন এইটা এই ইমামদের ভুল হয়েছে >>কেন ভুল হয়েছে কারন মাযহাবে নেই।

এরপর  দেখা যাই অনেকে বিভিন্ন ভাবে হাত বেধে থাকেন।
কথিত আহলে সুন্নাহ ওইয়াল জামাত বুকে হাত বাধা মাকরুহ ভিডিও দিয়ে প্রমানও করেছেন
একটা ভিডিও দেখলাম >> একটা ভিডিওতে নামাযে বুকের উপর হাত বাঁধা মাকরূহ
বুকে হাত বাধা হাদিস যদি মাকরুহ হই তাহলে কি বাঙালি মহিলারা মাকরুহ আমল করছে ? বা শাফেয়ীরা ভুল করে এসেছে এতদিন ?
এর পর যদি জিজ্ঞেস করেন একজন হিজরা ইসলামে এসেছে এখন উনি নামাজে কোথায় হাত বাধবে ? উনারা কি ফতোয়া দিতে পারে ?
কথিত আহলে সুন্নত ওয়াল জামাতের বিদাতিদের নিয়মে 
মহিলারা হাত বুকে বাধে -
ছেলেরা নাভির নিচে বাধে
হিজরা ............ নাভির অনেক নিচে ?
কোন জিন যদি নামাজ পরতে যাই তাহলে কোথায় হাত বাধবে  - মাথায় ?
(আমাদের দেশে খুব বেশি জিনের আনা গোনা ও গল্প বলে এইটা দেওয়া)
সালাফিদের মতে যেখানে কলব বা হৃদয় থাকে সেখানে হাত বাধতে হবে